ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিল্ক হোয়াইটে ‘বেবি স্কিন’ ফিল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সিল্ক হোয়াইটে ‘বেবি স্কিন’ ফিল

ভারতের বাজারে এসেছে ওয়ানপ্লাস ওয়ান’র ১৬ জিবি সিল্ক হোয়াইট। চীনা স্মার্টফোন নির্মাতার এ ভার্সনটির বাইরের খোলসটা এমন কিছু উপাদানে তৈরি যা ব্যবহারকারীকে ঠিক বাচ্চাদের ত্বকে স্পর্শের মতো অনুভূতি (বেবি স্কিন ফিল)  দেবে।

সঙ্গে নির্ঝঞ্ঝাটভাবে ব্যবহারের সুবিধাতো  থাকছেই। এ কথা জানিয়ে যারা ফোনসেটটি হাতে পেতে দীর্ঘ অপেক্ষায়, তাদের এবার প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সোমবার ওয়ানপ্লাসের ঘোষণার পর এখন অার বিলম্ব নয়, অ্যামাজন ডট ইন-এ বিশেষ ব্যবস্থায় পণ্যটি সংগ্রহ করতে পারছেন আগ্রহীরা।

প্রায় ১৯ হাজার রুপিতেই আগ্রহীরা পেয়ে যাচ্ছেন ওয়ানপ্লাস।

এর আগে সিল্ক হোয়াইটের দাম একই ব্র্যান্ডের ৬৪ জিবি স্যান্ডস্টোন ব্ল্যাকের চেয়ে কম হবে বলেই ধারনা করা হয়েছিল। ভারতে এর দাম ২২ হাজার রুপি।

একইসময়ে স্মার্টফোনের বিশ্বে দ্রুত অগ্রগতিশীল জিওমি’র ১৬জিবি মি৪ এর সাথেও সিল্ক হোয়াইটের তুলনা করা হয়। এক্ষেত্রেও সিল্ক হোয়াইটের দাম কম প্রত্যাশা করা হয়।

সিল্ক হোয়াইট মডেলের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো হুবুহ স্যান্ডস্টোন ব্ল্যাকের মতো। এর পর্দার আকার ৫.৫ ইঞ্চি, পিক্সেল রেজ্যুলেশন ৮০১০ বাই ১৯২০, ১৩ এমপি ক্যামেরা, ৩১ এমএএইচ ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ফোরজি’র ব্যবহার উপযোগী।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।