ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনে ফ্রি উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
গ্রামীণফোনে ফ্রি উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোন তার সকল গ্রাহকের জন্য বিনামূল্যে উইকিমিডিয়ার মোবাইল সাইটগুলো ব্যবহারের সুযোগ দিচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি এবং উইকিপিডিয়া বাংলাদেশ ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আয়োজিত দেশব্যাপী কনটেন্ট ডেভেলপমেন্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।



রাজধানীর হোটেল র‌্যাডিসনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে এবং উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিনিধি মুনীর হাসান।

উইকিমিডিয়া ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান যা উইকিপিডিয়া এবং এর সঙ্গে সম্পর্কিত উদ্যোগগুলো পরিচালনা করে। এ সহযোগিতামূলক উদ্যোগের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখন বিনামূল্যে উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ পাচ্ছে।

গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্কে জানান, বাংলায় আরো কনটেন্ট সৃষ্টি করতে উইকিপিডিয়ার সঙ্গে তারা কাজ করছেন। আরো ইন্টারনেট ব্যবহারকারী তৈরিতে শুধুমাত্র সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট তৈরি করলেই হবে না, তা করতে হবে এমন একটি ভাষায় যা দেশের অধিকাংশ মানুষ সহজে বুঝতে পারে।

গ্রামীণফোনের সিএমও আরো জানান, সকল গ্রামীণফোন গ্রাহক উইকিমিডিয়ার সব মোবাইল সাইট কোনো ডাটা চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন।

এ উদ্যোগের আওতায় গ্রামীণফোন ও উইকিমিডিয়া বাংলাদেশ দেশের সাতটি অঞ্চলে শিক্ষার্থীদেরকে উইকিপিডিয়া সম্পাদনার ব্যাপারে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেছে এবং উইকিপিডিয়াতে তাদের লেখা দেওয়ার জন্য উৎসাহ দিয়েছে। পুরো প্রশিক্ষণটিতে ৪০০ এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্য থেকে সাতটি অঞ্চলের ২১ জনকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

জিমি ওয়েলস তার বক্তব্যে বলেন, মানব ইতিহাসের সব জ্ঞান যেন পৃথিবীর প্রতিটি মানুষের কাছে সহজলভ্য হয়ে ওঠে, এ রকম একটি আদর্শেই উইকিপিডিয়া প্রতিষ্ঠা করা হয়েছিলো। জ্ঞান আহরণের পথে বাধা হতে পারে এমন যেকোনো কিছু যেমন ক্রয়ক্ষমতা, ভাষা বা মানুষের জন্য প্রয়োজনীয় কনটেন্টের অভাব ইত্যাদি দূর করার জন্য আমাদের সকল সুযোগ কাজে লাগাতে হবে। বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উদযাপনের অংশ হতে পেরে এবং সবার জন্য জ্ঞানের দুয়ার উন্মুক্ত করতে বাংলা উইকিপিডিয়ান,  গ্রামীণফোন এবং উইকিমিডিয়া, বাংলাদেশ এর প্রচেষ্টা উদযাপন করতে পেরে আমি আনন্দিত।

উইকিমিডিয়া, বাংলাদেশ এর প্রতিনিধি মুনীর হাসান বলেন, গত ১০ বছর ধরে বাংলা উইকিপিডিয়াতে এমন অসাধারণ সব কনটেন্ট তৈরি হয়েছে যে এখন এটি বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কনটেন্টের পরিমাণ আরো বৃদ্ধি করা। প্রতিনিয়ত হাজার হাজার তরুণদের নতুন সব প্রবন্ধ রচনায় উদ্বুদ্ধ করতে গ্রামীণফোনের সঙ্গে কাজ করতে পেরে আমরা বেশ আনন্দিত।

প্রতিযোগিতার ১০ জন বিজয়ীকে উইকিপিডিয়া ও গ্রামীণফোনের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও একটি প্রশংসাপত্র সম্মাননা হিসেবে প্রদান করা হয়। বিজয়ীদের মধ্য থেকে শীর্ষ ৩ জনকে তাদের অবদানের জন্য যথাক্রমে একটি ম্যাকবুক প্রো, একটি এইচপি ল্যাপটপ এবং একটি আইপ্যাড এয়ার উপহার দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে বাংলাদেশের জনসংখ্যা মাত্র ০.৪ শতাংশ অথবা ৬১৭,৩০০ জন ইন্টারনেট ব্যবহার করতেন। সাশ্রয়ী মূল্য, নেটওয়ার্কের ব্যপ্তি, শিক্ষার হার বৃদ্ধি এবং প্রাসঙ্গিক কনটেন্ট বৃদ্ধির কারণে ২০১৪ সাল শেষে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাড়িয়েছে ৪২.৭৬ মিলিয়নে।

গত বছর ২০১৯ সালের মধ্যে নিজস্ব নেটওয়ার্কের আওতায় ৫০ মিলিয়ন ইন্টারেনেট ব্যবহারকারী সৃষ্টির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে গ্রামীণফোন। এ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে গ্রামীণফোন ইন্টারনেট সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম ছিলো সকল গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ। উইকিপিডিয়া জিরো নামক এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছিলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের সহায়তায়।
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।