ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনায় ‘গুগল ট্রান্সলেশন এ-থন’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
খুলনায় ‘গুগল ট্রান্সলেশন এ-থন’

বাংলা ভাষা ও বাংলা তথ্যভান্ডারকে বিশ্বের কাছে পৌছে দিতে বড় ভূমিকা রাখতে পারে গুগল ট্রান্সলেট। আর গুগল ট্রান্সলেটে বাংলাকে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদেরই।

সবার অংশগ্রহনে এই বিরাট কাজটি করা সম্ভব। এ লক্ষ্যে  গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি বাংলা) গুগল ট্রান্সলেটে বাংলা অনুবাদ যোগের কার্যক্রম ‘গুগল ট্রান্সলেশন এ-থন’ কার্যক্রম শুরু করে।

গুগল বিজনেস গ্রুপ খুলনা ও গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি বাংলা) যৌথ উদ্যোগে শনিবার খুলনার রাইটসাইট কন্সালটেন্সী এবং ট্রেইনিং সেন্টারে অনুষ্ঠিত হয় এর প্রথম পর্ব।

স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করে চার হাজারেরও বেশী বাংলা শব্দ যোগ করে। এদের মধ্যে প্রথম ১০ জন কনট্রিবিউটরকে পুরস্কৃত করা হয়।

জিবিজি খুলনা সহকারী-ম্যানেজার আবু আশরাফ মাসনুনের মতে ওয়েবে বাংলা এখন নতুন। তাই বাংলাকে সমৃদ্ধ করার জন্য আমাদের হাতে এখনও অনেক সময় আছে।

অনুষ্ঠানে জানানো হয়, পরবর্তী সপ্তাহগুলোতে গুগল বিজনেস গ্রুপ খুলনা এবং গুগল ডেভেলপারস গ্রুপ বাংলা এর যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানের আরও পর্ব খুলনায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরো জানা যাবে ‍www.fb.com/gbgkhulna.org  এই ঠিকানা॥

এর আগে জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আগ্রহীরা পহেলা বৈশাখ পর্যন্ত এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবে।

গত ডিসেম্বরে ‘সীমান ছাড়িয়ে বাংলা’ স্লোগানে ইন্টারনেটে বাংলা ভাষাকে ছাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে শুরু হয় জিডিজি বাংলার বিশেষ এই কার্যক্রম। এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ই-কমার্স প্রতিষ্ঠান এসো ডট কম এবং হাই-ফাই পাবলিক ডট কম।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা. মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।