ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন অপারেটরদের পরবর্তী বিনিয়োগ ওটিটি সেবায়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
মোবাইল ফোন অপারেটরদের পরবর্তী বিনিয়োগ ওটিটি সেবায়

ঢাকা: স্কাইপ, ভাইবার কিংবা হোয়াটসঅ্যাপের মতো ওটিটি বা ‘ওভার দ্য টপ’ সেবা এখন জনপ্রিয়তার তুঙ্গে। সাম্প্রতিক বিভিন্ন তথ্য অনুযায়ী ইন্টারনেটে ফ্রি কল করা বা ফ্রি মেসেজিং সুবিধা পাওয়ার কারণে এসব অ্যাপের প্রতি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহ অত্যন্ত বেশি।

যার কারণে মুনাফা কমছে মোবাইল ফোন অপারেটরদের। তাই ধারণা করা হচ্ছে বিশ্বব্যাপী মোবাইল ফোন অপারেটররাও বিনিয়োগ করতে যাচ্ছে এ ধরণের ওটিটি সেবা খাতে।

ইন্টারনেট ব্যবহার করে ভয়েস এবং মেসেজিং সেবা দেওয়াই হল ওটিটি বা ‘ওভার দ্য টপ’। ২০১৪ সালের শেষদিকে বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারী ছিলো ২’শ কোটি। ধারণা করা হচ্ছে ২০১৭ সাল নাগাদ এই সংখ্যা ৩’শ কোটি ছাড়িয়ে যাবে এবং ২’শ কোটিরও বেশি মানুষ ওটিটি সেবা ব্যবহার করবে। তাই নিজেদের মুনাফা ধরে রাখতে এরইমধ্যে ওটিটি খাতে বিনিয়োগ করা শুরু করেছে অনেক মোবাইল ফোন অপারেটর। ব্রিটিশ টেলিকম ‘স্মার্ট টক’ নামে তার গ্রাহকদের ওটিটি সেবা প্রদান করছে। পার্শ্ববর্তী দেশ ভারতের এয়ারটেলও চালু করেছে ‘এয়ারটেল টক’।

প্রতিবারের মতো এবারও স্পেনের বার্সেলোনায় মার্চের ২ থেকে ৫ তারিখ অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেলিকম ইভেন্ট ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। এই মেলায় বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নাম রিভ সিস্টেমস। টানা সপ্তমবারের মতো মেোয় অংশগ্রহণ করা বিশ্বের শীর্ষস্থানীয় আইপি সলিউশ্যন প্রতিষ্ঠান রিভ সিস্টেমস নিজেদের টেলকো গ্রেড ওটিটি প্ল্যাটফর্ম প্রদর্শন করছে।

মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে কোম্পানির সিইও আজমত ইকবাল বলেন, ‘বিশ্বব্যাপী আমরা ওটিটি সেবার দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। খুব দ্রুতই বিশ্বের সকল নামীদামী অপারেটররা এই খাতে বিনিয়োগ শুরু করবে। তাদের লক্ষ্য করেই আমরা ওটিটি প্ল্যাটফর্ম প্রদর্শন করছি। ওটিটি সেবা খাতে বিনিয়োগ  করতে ইচ্ছুক এমন বেশ কিছু টেলিকম অপারেটরদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তাঁরা আমাদের এই প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। ’

রিভ সিস্টেমস এরইমধ্যে ৭৮টি দেশে ২ হাজার ৬০০’রও বেশি ভিওআইপি সার্ভিস প্রোভাইদারদের সেবা প্রদান করেছে। আইপি কমিউনিকেশনে সফল এই প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরদের টেলকো গ্রেড ওটিটি সেবা প্রদানেও সফল হবে এমন আত্ববিশ্বাসের কথাও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।