ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।



এরপর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।

উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী (৩০-৩১ মার্চ) এ মেলার আয়োজন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অধিদফতরের কর্মকর্তা আব্দুর রহিমের পরিচালনায় মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মো. ফিরোজুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, আওয়ামী লীগ নেতা শাহজামাল সিরাজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী প্রমুখ।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, ভূমি অফিস, প্রাইম ব্যাংক, নার্সারি ও খাবার হোটেলসহ প্রায় ২০টি স্টল অংশ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।