ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৩ আগস্ট থেকে ‘স্মার্টফোন ও ট্যাব মেলা’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
১৩ আগস্ট থেকে ‘স্মার্টফোন ও ট্যাব মেলা’

আগামী ১৩ আগস্ট থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৫’। বিগত সববারের তুলনায় এবারের প্রযুক্তিপণ্যের প্রদর্শনীটির আয়োজন করা হচ্ছে বড় পরিসরে।



দেশের প্রযুক্তিপ্রেমীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে দেশে চতুর্থবারের মতো আয়োজনটি করছে এক্সপো মেকার।    

এতে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপ্পো, এলিট, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, জিওনি, এইচটিএস, এডাটা, এইচপিএস, আর এন, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজু, আইনল, ডিএক্স জেনারেশন সহ আরো অনেকে প্রদর্শনীতে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে বরাবরের মতো থাকছে  বিশেষ ছাড় ও উপহার। এছাড়া দর্শনার্থী, ক্রেতারা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখা ও কেনার সুযোগ পাবেন।

এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, দর্শনার্থী ও বিক্রেতাদের সুবিধার্থে এবার মেলার পরিধি বাড়ানো হচ্ছে। সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি থাকছে অন্যান্য আয়োজনও।

মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে (https://www.facebook.com/STExpo) একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে বিজয়ীদের জন্য থাকছে ট্যাব, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার।

এছাড়া প্রদর্শনীর সব আপডেট ফেইসবুক পেইজ https://www.facebook.com/STExpo এবং আইসিটি ও টেলিকম বিষয়ক  নিউজ পোর্টাল টেকশহরডটকমে (techshohor.com)  পাওয়া যাবে।

তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।