ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হুয়াইয়ের সাথে ইউনিনর’র ১২’শ কোটি রুপির চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
হুয়াইয়ের সাথে ইউনিনর’র ১২’শ কোটি রুপির চুক্তি

নরওয়েভিত্তিক টেলিনর গ্রুপের অধীন ভারতীয় মোবাইল অপারেটর ইউনিনরের সাথে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াইয়ের সমোঝাতা স্বারক সই হয়েছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে ১২’শ কোটি রুপির চুক্তি সই হয়েছে বলে জানানো হয় ভারতীয় সংবাদমাধ্যমে।



এই চুক্তির ফলে হুয়াই এখন থেকে ইউনিনরের টেলিকম নেটওয়ার্কে কাজ করবে। এই নেটওয়ার্কের আওতায় প্রতিষ্ঠানের মো্ট ছয়টি সার্কেল রয়েছে যার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে ২জি নেটওয়ার্ক।

তথ্য মতে, সার্কেল ছয়টি হচ্ছে দেশটির উত্তর প্রদেশ (পশ্চিম), উত্তর প্রদেশ (পূর্ব), গুজরাট, মহারাষ্ট্র, বিহার এবং ঝড়খন্ড। যেখানে উইনিনরের প্রায় ২৪ হাজার মূল স্টেশন রয়েছে যার মধ্যে এ বছরে ৫ হাজার সাইটের আধুনিকায়ন হবে। আর অবশিষ্ট ১৯ হাজার সাইটের আধুনিকায়ন কার্যক্রম শুরু হবে আগামী বছর।

ইউনিনর গত বছর আসামের লাইসেন্সও লাভ করে। বর্তমানে সেখানে কার্যক্রম শুরুও করেছে ইউনিনর।

বলা হচ্ছে, যে সময়ে অনেক প্রতিষ্ঠানই ফোরজি সার্ভিস পরিচালনা করছে তখন ইউনিনর তাদের ২জি নেটওয়ার্ক আরো শক্তিশালী করতে জোড়ালো দৃষ্টি রাখছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫   
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।