ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফরিদপুর দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
ফরিদপুর দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ফরিদপুর: ফরিদপুরে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইনটারনেট উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম।
   
বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা সামসুল আলম চৌধুরী, ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম নবী প্রমুখ।
   
মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১৫টি স্টল খোলা হয়েছে। স্টলগুলো থেকে দর্শনার্থীদের ডিজিটাল বাংলাদেশ অর্জনের পথে বিভিন্ন অগ্রগতি ও ইন্টারনেটের বিভিন্ন সুবিধা তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।