ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অবৈধ প্রতি সিমে অপারেটরদের জরিমানা ৪ হাজার টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
অবৈধ প্রতি সিমে অপারেটরদের জরিমানা ৪ হাজার টাকা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম

ঢাকা: নির্ধারিত সময়ের পর বাজারে অবৈধ সিম পাওয়া গেলে মোবাইল অপারেটরদের সিমপ্রতি ৫০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার) জরিমানা গুণতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) নিবন্ধিত সিম পুনরায় নিবন্ধন ও অনিবন্ধিত সিম নিবন্ধনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়ার পর নিজ দপ্তরে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।



চিঠিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে অপারেটরদের এক্সেসের সুযোগ দিতে বিটিআরসিকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

এনআইডি সার্ভারে এক্সেসের সুযোগ পাওয়ার পর জরিমানার বিষয়টি কার্যকর করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এনআইডি সার্ভারে এক্সেসের সুযোগ পাওয়ার পর অপারেটররা যাচাই করে অনিবন্ধিত সিম বন্ধ করতে পারবে। নির্ধারিত সময়ের পর বাজারে অবৈধ সিম পাওয়া গেলে আইন অনুযায়ী তাদের প্রতিটি সিমের জন্য ৫০ ডলার করে জরিমানার বিধান রয়েছে, তা প্রযোজ্য হবে।
 
জরিমানার বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের চিঠি দেওয়া হবে বলে জানান তারানা হালিম।

এনআইডি সার্ভারে অপারেটরদের প্রবেশের সুযোগ না থাকায় তারা সঠিকভাবে সিম নিবন্ধন করতে পারছে না বলে জানিয়ে আসছে।

বিটিআরসির হিসাবে গত জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে ছয়টি মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ।

অবৈধ সিম বন্ধে সরকার অভিযান অব্যাহত রেখেছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তারানা হালিম বলেন, এতে প্রকৃত মালিক হয়রানির শিকার হবে না এবং অপরাধ কমে আসবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।