ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের গতি বাড়িয়ে দাম কমানোর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ইন্টারনেটের গতি বাড়িয়ে দাম কমানোর আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর নানকিং বাজারে ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মঞ্চে থাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দৃষ্টি আকর্ষণ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্রুত গতির ইন্টানেটের জন্য কেবলমাত্র জেলা বা উপজেলা সদর পর্যায়ে থ্রিজি সেবা দিলে চলবে না। দেশের প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়েও থ্রিজি চালু করতে হবে।

তিনি বলেন, আইসিটি এখন রফতানি খাত। দিন দিন এ খাত এগিয়ে চলছে। বাংলাদেশে মোবাইল ও ইন্টারনেটের ব্যাপক প্রসার ঘটেছে। ইন্টারনেট আমাদের বিশ বছর এগিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি নিজেই উপলব্ধি করতে পেরেছেন। তাই মূল্য কমিয়ে আইসিটি সেক্টরকে আরও গতিশীল করতে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন পরিচালিত দুইটি দফতরকে (আইসিটি ও বিটিআরসি) সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। কিন্তু এ ক্ষেত্রে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

২০১৮ সালের মধ্যে ১ মিলিয়ন ডলারের এক্সপো এবং ২০২১ সালের মধ্যে তা ৩ মিলিয়ন ডলারে বাড়ানোর জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসর (বেসিস) যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলেও মত দেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ সময় প্রতিমন্ত্রী গাজীপুরের কালিয়াকৈড়ে হাইটেক পার্কের কথা বিশেষভাবে উল্লেখ করে দেশের দ্বিতীয় হাইটেক পার্ক যেন রাজশাহীতেই নির্মাণ করা হয়, সেজন্য জোড়ালো দাবি জানান। ‌রাজশাহী শিক্ষানগরী এখানে হাইটেক পার্ক নির্মাণ করা হলে তা উত্তরের মানুষের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে আবারও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্য শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইন্টারনেট সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজশাহীর নানকিং বাজারে আয়োজিত দ্বিতীয় এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ অ্যসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে রাজশাহীতে এ ডিজিটাল মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ও রাজশাহীর পর সিলেট বিভাগসহ দেশের ৪৮৭টি উপজেলায় এ সপ্তাহ উদযাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া অন্যদের মধ্যে বেসিস সভাপতি শামীম আহসান, বেসিসর সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

মেলায় গ্রামীণফোনের একটি প্যাভেলিয়ন, ছয়টি স্টল ও ২০টি সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দুই দিনব্যাপী এ মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।