ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বগুড়ায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বগুড়ায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



বগুড়া সদর উপজেলা প্রশাসন দুই দিনব্যাপী এ ডিজিটাল মেলার আয়োজন করে।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত রহমান, কৃষি বিষয়ক কর্মকর্তা আবু সাঈদ মো. ফজলে এলাহী, নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, মাধ্যমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা আজিজ, পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।