ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এয়ারটেল নিয়ে এলো ভিডিও প্যাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এয়ারটেল নিয়ে এলো ভিডিও প্যাক

ঢাকা: বেসরকারি মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘ভিডিও প্যাক’ নামে ইন্টারনেট প্যাক। এই প্যাক দিয়ে ইউটিউব ও পপকর্নলাইভ ওয়েবসাইট ব্রাউজ করা যাবে।



এই অফারে রয়েছে ১০ টাকায় তিনদিনের মেয়াদসহ ৭৫ মেগাবাইট থ্রিজি ইন্টারনেট, ৫০ টাকায় ৭ দিনের মেয়াদসহ ৪০০ মেগাবাইট থ্রিজি ইন্টারনেট, ১৩০ টাকায় ৩০ দিনের মেয়াদসহ ১ গিগাবাইট থ্রিজি ইন্টারনেট।

ভিডিও প্যাকগুলো এয়ারটেল গ্রাহকদের ভিডিও ব্রাউজিংয়ের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বলে শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারটেল।

ভিডিও প্যাকগুলো গ্রাহকদের মাঝে সাড়া ফেলবে আশা করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অফারের মাধ্যমে হেভি ইন্টারনেট ব্যবহারকারীরা নায্য দামে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।