বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে কর্মরত প্রকৌশলীদের সংগঠন ‘বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরামের (বিডিসাফ) ’ প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহন করেন ১০০ জন নিবন্ধিত প্রকৌশলী এবং ফ্রি ফেলোশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল বিভাগের ২০ জন শিক্ষার্থী।
ডিআইইউ’র উপচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। বিডিসাফের প্রতিষ্ঠাতা এবং ব্রাক আইসিটির আইটি ইনফ্রাস্টেকচারের প্রধান জোবায়ের আলমাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের প্রাধান ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ।
বক্তব্যে জোবায়ের আলমাহমুদ হোসেন বলেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের মধ্যে নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং সিস্টেম প্রকৌশল বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে বিডিসাফ।
মুল প্রবন্ধ উপস্থাপনকালে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সোসাইটির কো-চেয়ার সুমন আহমেদ সাবির বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সম্প্রসারিত হচ্ছে সিস্টেম প্রকৌশলীদের কাজের পরিধি। প্রতিযোগিতামুলক সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে প্রযুক্তির সকল এলাকায় জ্ঞান রাখতে হবে। এক্ষেত্রে বিডিসাফের মত কমিউনিটি সংগঠনের মাধ্যমে জ্ঞান বিনিময়ের সুযোগ নিতে হবে।
এরপর অংশগ্রহনকারী প্রকৌশলীরা “ক্লাউড কম্পিউটিং, ডাটা ম্যানেজমেন্ট, ইন্টারনেট নিরাপত্তা” সহ নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময়ে বিভিন্ন অধিবেশনে অংশ নেয়।
উল্লেখ্য, বিডিসাফ-২০১৫ আয়োজনে হোষ্টিং পার্টনার ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, সিলভার স্পন্সর বিডিনগ ও ওয়াইফাই ইন্টারনেট স্পন্সর ছিলেন এডিএন টেলিকম।
আগ্রহী সিস্টেম প্রকৌশলীদের বিডিসাফের ওয়েবসাইটে (bdsysadmin.org) নিবন্ধন করে সদস্য হতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসজেডএম