ঢাকা: দেশের আইটি খাতে বৈদেশিক মুদ্রা আয় তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
সজীব ওয়াজেদ বলেন, দেশে প্রতিবছর ৫০ হাজার তরুণকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষত করে তোলা হবে।

undefined
গত বছর ৩০ হাজার তরুণকে আইটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্যোক্তা হিসেবে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।
সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
একে/এমএইচপি/টিআই
** প্রতি বছর ৫০ হাজার তরুণকে আইটি প্রশিক্ষণ
** প্রথমবারের মতো বিপিও সম্মেলন শুরু