ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (১৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা মোবাইল অপারেটর ও টেলিকম সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে।



ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে’র (আইআইজি) একজন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুই শীর্ষ যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরকে সামনে রেখে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গত ১৮ নভেম্বর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেয় সরকার। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপও। তবে বন্ধ হওয়ার ২৩ দিন পর গত ১০ ডিসেম্বর ফেসবুক ফের খুলে দেয় সরকার।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫/আপডেট: ২৩২৬ ঘণ্টা
এমআইএইচ/আরএইচ

** ‘নির্দেশনাটি মনে করিয়ে দিতেই বন্ধ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।