ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী মূল্যে লেনোভোর উন্নত প্রযুক্তির ১০০ সিরিজের আইডিয়াপ্যাড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
সাশ্রয়ী মূল্যে লেনোভোর উন্নত প্রযুক্তির ১০০ সিরিজের আইডিয়াপ্যাড

ঢাকা: গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভোর ১০০ সিরিজের আইডিয়াপ্যাড। স্বল্পমূল্যে যেসব ক্রেতারা আধুনিক প্রযুক্তির ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এসব আইডিয়াপ্যাড।



আধুনিক প্রযুক্তির ১০০ সিরিজের এ আইডিয়াপ্যাডগুলো আগের আইডিয়াপ্যাডের তুলনায় ১০ শতাংশ বেশি পাতলা ও ৮ শতাংশ বেশি হালকা।

২.৩ কেজি ওজনের আইডিয়াপ্যাডগুলো ২২.৬ মিলিমিটার পাতলা। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের আইডিয়াপ্যাডগুলোতে ব্যবহৃত হয়েছে লিথিয়াম সিলিন্ড্রিকাল নতুন প্রযুক্তির ব্যাটারি যা, দীর্ঘস্থায়ী ও অধিক সময় ব্যাকআপ দিতে সক্ষম।
 
পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর সমৃদ্ধ আইডিয়াপ্যাডে রয়েছে ৪ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক। এছাড়াও রয়েছে ২ জিবি এনভিডিয়া জিফোর্স ৯২০এম গ্রাফিক্স, যা স্বচ্ছ ও নয়নাভিরাম ভিজ্যুয়াল ইফেক্ট দেবে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।