ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইসেলের ফোরজি স্পাইডার এ৭ স্মার্টফোন বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মাইসেলের ফোরজি স্পাইডার এ৭ স্মার্টফোন বাজারে

ঢাকা: নতুন প্রযুক্তির মোবাইল ফোন সেবা মানুষের হাতে পৌঁছে দিতে দেশের বাজারে মাইসেল নিয়ে এসেছে চতুর্থ প্রজন্মের স্মার্টফোন স্পাইডার এ৭।

ফোরজি নেটওয়ার্ক ক্যাট ৪ এলটিই, টেলিশেয়ারিং ও পোর্টেবল হটস্পট সুবিধা রয়েছে স্পাইডার এ৭ স্মার্টফোনটিতে।

আছে স্মার্ট রিমোট ফিচার, যা দিয়ে চলবে টিভি, ফ্যান ও এসি। ফোনটি চলবে হাত ও চোখের ইশারায়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) মাইসেল মোবাইলের কার্যালয়ে হ্যান্ডসেটটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আবদুল হক, পরিচালক (অপারেশন) ইঞ্জি. মো. নাহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মুহাম্মদ মাহবুবুর রহমান মিয়া।

নতুন এ ফোনে ৫ ইঞ্চি এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে ও ২.৫ ডি কার্ভ সাফায়ার গ্লাসের স্ক্রিন। অ্যান্ড্রয়েড ভার্সন ওএস ৫.১ (ললিপপ)। সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, পেছনে ১৩ মেগাপিক্সেল এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশে পাওয়া যাবে নিখুঁত সেলফি ও ছবি তোলার সুযোগ।

বিভিন্ন সুবিধাসহ অত্যাধুনিক হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে সাদা ও কালো দুই রঙে।

প্রতিটি হ্যান্ডসেট প্যাকেজে দেওয়া হচ্ছে আর্কষণীয় ডাটা ক্যাবল, চার্জার হেড, আর্কষণীয় হেডফোন, একটি স্কিন প্রোটেক্টর এবং একটি আর্কষণীয় ফ্লিপ কভার।

অত্যাধুনিক ও আর্কষণীয় কনফিগারেশনের স্পাইডার এ৭’র মূল্য ধরা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।