ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্বাধীনতা দিবসে আসছে ‘হিরোজ অব ৭১’র দ্বিতীয় পর্ব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
স্বাধীনতা দিবসে আসছে ‘হিরোজ অব ৭১’র দ্বিতীয় পর্ব

ঢাকা: গত বছরের বিজয় দিবসে উন্মোচনের পর মুক্তিযুদ্ধভিত্তিক অ্যানড্রয়েড গেম ‘হিরোজ অব ৭১’ ব্যাপক সাড়া ফেলে বাজারে। এবার আসছে এর দ্বিতীয় পর্ব।


 
আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ‘হিরোজ অব ৭১: রিটেলিয়েশন’ নামের গেমটির দ্বিতীয় পর্ব বাজারে ছাড়বে গেমস ডেভেলপার প্রতিষ্ঠান ‘পোর্টব্লিস’।
 
‘পোর্টব্লিস’র প্রকল্প ব্যবস্থাপক মাশাহ মোস্তাকিম বাংলানিউজকে জানান, আসছে স্বাধীনতা দিবসে গুগল প্লে-স্টোরে উন্মোচন করা হবে ‘হিরোজ অব ৭১’র দ্বিতীয় পর্বটি। প্রথম পর্ব যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই শুরু হবে এ পর্বটি। গেমটি খেলতে আগের নিয়ম-কানুনই অনুসরণ করতে হবে।
 
এ পর্বে নতুন একটি নারী চরিত্র যুক্ত করা হয়েছে। আছে নতুন লেভেলও।
 
মাশাহ জানান, এর আগে গত বছরের বিজয় দিবসে গুগল প্লে-স্টোরেই উন্মোচন করা হয়েছিল ‘হিরোজ অব ৭১’। উন্মোচনের প্রথম দিনই ১০ হাজার বার ডাউনলোড হয় গেমটি। এখন পর্যন্ত গেমটি ২ লাখ ৮০ হাজার বার ডাউনলোড করা হয়েছে।
 
গেম ডেভেলপার প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে ‘হিরোজ অব ৭১’ এর মতো ‘হিরোজ অব ৭১ : রিটেলিয়েশন’ও ব্যাপক জনপ্রিয়তা পাবে।
 
মুক্তিযুদ্ধভিত্তিক গেম তৈরি এবং পোর্টব্লিস সম্পর্কে জানতে চাইলে মাশাহ মোস্তাকিম বলেন, গত বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্র শুরু করে পোর্টব্লিস। প্রথম কাজ হিসেবেই মুক্তিযুদ্ধভিত্তিক অ্যাকশন গেম তৈরির পরিকল্পনা নেওয়া হয়। কাজ শুরু হয় মূলত মে থেকে।
 
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রেরণা থেকেই তৈরি করা হয় ‘হিরোজ অব ৭১’ গেমটি। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে গেমটি ভূমিকা রাখবে।
 
মুক্তিযুদ্ধকালীন ৯ নং সেক্টরের অধীনে পাঁচজনের একটি কাল্পনিক কমান্ডো দলের বীরত্বকে কেন্দ্র করেই দুই পর্বের গেমটির কাহিনী তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এমএইচপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।