ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিলেটে আইসিটি অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
সিলেটে আইসিটি অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট সদর উপজেলার আইসিটি অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ট্রেনিং সেন্টারটির উদ্বোধন করা হয়।



বাংলাদেশ শিক্ষা তথ্য ব্যুরো ও পরিসংখ্যানের (বেনবেইস) উদ্যোগে সিলেট সদরসহ ১২৫ উপজেলায় নির্মিত আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসিই) উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক বক্তব্য রাখেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন মোল্লাহ, মৎস্য অফিসার দ্বীরাজ বর্মন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শিরিন আক্তার, বিজিবি মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ময়নুল হক, শাহপরাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরুজ্জামান তাপাদার।

পরে ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।