ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পার্বতীপুরে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
পার্বতীপুরে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): সারা দেশের সঙ্গে দিনাজপুরের পার্বতীপুরেও উদ্বোধন করা হলো দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার।

বুধবার (২ মার্চ) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ১২৫টি আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের উদ্বোধন করেন।



টেলিকনফারেন্সেটি পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের সাহায্যে বড় পর্দায় সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন-পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাইচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল বাংলানিউজকে জানান, দক্ষিণ কোরিয়ার আর্থিক সহায়তায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারটি নির্মাণ করে বাংলাদেশ তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। এতে ব্যয় হয় দেড় কোটি টাকা। আইসিটি সেন্টারটিতে যাবতীয় সুবিধাসহ এক সঙ্গে ২৪ জনকে প্রশিক্ষণ দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।