ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৮ মার্চ হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক উৎসব শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
৮ মার্চ হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক উৎসব শুরু

মঙ্গলবার (০৮ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার প্রথম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।



প্রতিযোগিতা সকাল ৮টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত এবং পরবর্তীতে ফলাফল ও আঞ্চলিক বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। প্রায় এক হাজার শিক্ষার্থী কুইজ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করছে আয়োজকরা।

প্রতিযোগিতা উপলক্ষ্যে ইতিমধ্যে প্রায় ২০০ হাইস্কুলে অ্যাক্টিভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দেশের মোট এক হাজার হাইস্কুলে চলবে এই কার্যক্রম।

দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং’এ  আগ্রহী করে তুলতে এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গত বছর থেকে শুরু করেছে এই প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করছে।

উল্লেখ্য, দেশের ১৬টি শহরে “রংপুর, রাজশাহী,  খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা , গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ” অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।

বিজয়ীদের নিয়ে আগামী ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আইসিটি বিভাগের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল এবং পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ।
বিস্তারিত জানা যাবে www.nhspc.org এবং www.facebook.com/nhspcbd ঠিকানায়।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসজেডএম




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।