ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইবিএইউবিতে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ কর্মশালা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ইবিএইউবিতে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ কর্মশালা

ঢাকা: দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’।

এ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস রাজশাহী ডিভিশনের সহযোগিতায় ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে সম্প্রতি দিনব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।



কর্মশালার প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক জেনেটিক্স ও প্ল্যান্ট ব্রিডিং বিভাগ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেসিস স্টুডেন্ট ফোরামের রাজশাহী রিজিওনের কো-অর্ডিনেটর আবু নাইম মোহাম্মদ নাহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিদওয়ান উল ইসলাম মাহদি।

বক্তব্যে প্রধান অতিথি ড. আব্দুল মান্নান আকন্দ ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন অ্যাপসের ওপর গুরুত্বারোপ করেন। অতিথিরা তাদের বক্তব্যে ইন্টারনেটের প্রয়োজনীয় অ্যাপস তৈরির সুযোগ সুবিধার বিস্তারিত তুলে করেন। এছাড়াও বেসিসের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানটির ২য় পর্বে বেসিসের এক্সিকিউটিভ সদস্য রিজভি আলম অ্যাপস তৈরির উপায় এবং পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং আবিদা হাসান লিডারশিপ ও এন্টারপ্রেনারশিপ ইন অ্যাপস বিল্ডিং নিয়ে একটি সেশন পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।