ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিভি দিন মাইক্রোসফটের ইন্টার্নশিপ-ব্র্যান্ড অ্যাম্বাসেডরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
সিভি দিন মাইক্রোসফটের ইন্টার্নশিপ-ব্র্যান্ড অ্যাম্বাসেডরে

ঢাকা: মাইক্রোসফট বাংলাদেশ ইন্টার্নশিপ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রোগ্রামের আয়োজন করেছে। চলছে সিভি জমাও।



মঙ্গলবার (২২ মার্চ) ইয়াং বাংলা ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) উদ্যোগে একটি ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয় বুয়েটের সিভিল সেমিনার রুমে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো এই সুযোগ এলো। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির অনুষ্ঠানে বলেন,  দুই মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় ৫০ শিক্ষার্থী সুযোগ পাবেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রোগ্রামে সমান সংখ্যক শিক্ষার্থী সুযোগ পাবেন।

তিনি জানান, এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই প্রোগ্রাম সারা বছরই চলতে থাকবে, প্রতি মাসেই এভাবে নেওয়া হবে। এপ্রিল ও মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুটি প্রোগ্রামের আয়োজিত হবে।

তিনি আরও বলেন, পরবর্তীতে আমাদের আওতা আরো বিস্তৃত করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবার পরিকল্পনা রয়েছে। প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার জন্য নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে।

অনলাইন এবং অফলাইন মাধ্যমে ইয়াং বাংলার কাছে সাবমিট করা সিভির ভিত্তিতে ইন্টার্ন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের বাছাই করা হবে বলে আয়োজকরা জানান।
 
এজন্য সিভি জমা দেওয়া যাবে- www.youngbangla.org/en/microsoft-intern/
 
বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসকেএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।