ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের রোজভিউ হোটেলে বিশেষ মূল্য ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, এপ্রিল ১২, ২০১৬
গ্রামীণফোনের স্টার গ্রাহকদের রোজভিউ হোটেলে বিশেষ মূল্য ছাড়

ঢাকা: শীর্ষ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন তার স্টার গ্রাহকদের জন্য সিলেটের রোজভিউ হোটেলে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা করেছে।
 
গ্রামীণফোনের স্টার গ্রাহকরা রোজভিউ হোটেলের রুম রেন্টে ৬০ শতাংশ, ইনডোর স্পা’তে  ২০ শতাংশ, খাবারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।


 
আগামী ৩০ জুন পর্যন্ত এই অফার কার্যকর থাকবে বলে মঙ্গলবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
গ্রামীণফোনের হেড অব হাই ভ্যালু সেগমেন্ট অ্যান্ড স্টার রেজওয়ান মোহাম্মাদ চৌধুরী এবং রোজভিউ হোটেলের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ডালটন জহির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি জিপিহাউজে এ সংক্রান্ত চুক্তি সই করেন।
 
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।