ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি খাতে একযোগে কাজ করবে বিসিএস, আইসিটি বিভাগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
তথ্যপ্রযুক্তি খাতে একযোগে কাজ করবে বিসিএস, আইসিটি বিভাগ

দেশব্যাপী তথ্যপ্রযুক্তির অধিকতর সম্প্রসারণ, উন্নয়ন ও এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একযোগে কাজ করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাতকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ অভিমত ব্যক্ত করেন।

বিসিএস সভাপতি আলী আশফাক, সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব ইঞ্জি. সুব্রত সরকার, যুগ্ম-মহাসচিব নাজমুল আলম ভূঁইয়া জুয়েল, পরিচালক মো: শাহিদ-উল-মুনীর, পরিচালক এ.টি. শফিক উদ্দিন আহমেদ, পরিচালক এস.এম. ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীকে বিসিএস প্রতিনিধিরা সমিতির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির সম্মেলনের ২৫তম আসর বাংলাদেশে আয়োজনের বিষয়ে গৃহীত পরিকল্পনার কথাও জানান।

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ‌সবসময় যুক্ত থাকা উভয় প্রতিষ্ঠানেরই ইচ্ছা বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য  দক্ষ জনগোষ্ঠী তৈরিতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করবে তারা।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।