ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৮৭ তরুণ-তরুণীকে কারিগরি সনদ দিলো রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
১৮৭ তরুণ-তরুণীকে কারিগরি সনদ দিলো রবি

ঢাকা: ইউসেপ বাংলাদেশ পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে উত্তীর্ণ ১৮৭ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।
 
অপারেটরটির কর্পোরেট দায়বদ্ধতা কর্মসূচির আওতায় চট্টগ্রামে পরিচালিত এই প্রশিক্ষণের মাধ্যমে সনদ পেলেন তারা।


 
‘গড়ি নিজের ভবিষ্যৎ’ নামে ১৫ মাসব্যাপী প্রকল্পটির মাধ্যমে রবি চট্টগ্রামের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল সিউয়িং মেশিন পরিচালনা, ইলেক্ট্রনিকস ও মোবাইল সার্ভিসিংয়ের উপর কারিগরি প্রশিক্ষণ দিয়েছে।
 
রোববার (২৮ আগস্ট) চট্টগ্রামের আমবাগানে ইউসেপ প্রশিক্ষণ কেন্দ্রে একটি সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুস সালাম।    
 
উত্তীর্ণদের হাতে সনদ তুলে দেন রবি’র চিফ করপোরেট এবং পিপল অফিসার মতিউর ইসলাম নওশাদ। এসময় রবি’র ইস্টার্ন ক্লাস্টার মার্কেটের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ এবং ইউসেপ’র চিফ এক্সিকিউটিভ অফিসার জাকি হাসান উপস্থিত ছিলেন।
 
রবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির মান নিশ্চিত করতে ইউসেপ বাংলাদেশ উত্তীর্ণদের জন্য কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) থেকে মূল্যায়ন ও সনদের ব্যবস্থা এবং তাদের সংশ্লিষ্ট শিল্পে চাকরি পেতে সহায়তা করছে।
 
ভবিষ্যতে ইউসেপ বাংলাদেশের সাহায়তায় দেশের অন্যান্য অঞ্চলে এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে রবি’র।
 
অনুষ্ঠানে রবি’র চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউর ইসলাম নওশাদ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত যুবসমাজের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমরা আনন্দিত। ‘গড়ি নিজের ভবিষ্যৎ’র মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত কিছু তরুণ-তরুণীকে প্রযুক্তিগতভাবে দক্ষ করার মাধ্যমে তাদের নিজস্ব ভবিষৎ গড়তে সহায়তা করছি। এটি আমাদের জন্য গর্বের বিষয় যে উত্তীর্ণ তরুণ-তরুণীরা ইতোমধ্যে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এই প্রকল্পে সার্বিক সহযোগিতার জন্য ইউসেপ বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাই।
 
অনুষ্ঠানে রবি’র মিডিয়া রিলেশন্স’র ম্যানেজার আশিকুর রহমান, করপোরেট রেসপন্সিবিলিটি’র ম্যানেজার নাদিয়া খন্দকার ও শফিকুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআইএইচ/এসএনএস
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।