ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে শুরু ‘সিডস ফর দ্য ফিউচার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
বাংলাদেশে শুরু ‘সিডস ফর দ্য ফিউচার’

ঢাকা: বার্ষিক প্রতিভা উন্নয়ন প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার ২০১৬’ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেড।

সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এ নিয়ে তৃতীয়বারের মতো ‘সিডস ফর দ্য ফিউচার ২০১৬’-এর আয়োজন করেছে চীনের এ প্রতিষ্ঠানটি।

সোমবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে হুয়াওয়ের কাস্টমার সল্যুশন ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এক্সপেরিয়েন্স সেন্টারে (সিএসআইসি) উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রোগ্রামের চেয়ারম্যান ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকয়াং।

অনুষ্ঠানে জানানো হয়, এ প্রোগ্রামের আওতায় আগামী ২৪ অক্টোবর চীনের হুয়াওয়ের গ্লোবাল হেডকোয়ার্টারে ১২ দিনের শিক্ষা সফরে যাবেন বাংলাদেশি ১০ মেধাবী শিক্ষার্থী।

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, ডিইউ, আইইউটি, কুয়েট, রুয়েট ও চুয়েট থেকে এ প্রোগ্রামের মাধ্যমে বাচাইকৃত ১০ মেধাবী এ সুযোগ পাবেন।

আরো জানানো হয়, প্রতিভা উন্নয়নের এ প্রোগ্রামে প্রাথমিকভাবে আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুটি করে দুই সদস্যের দল অংশ নিতে পারবে।

দলগুলোকে যাচাই করবেন বিশেষজ্ঞ নির্বাচক পর্ষদ। ১২ টি দল থেকে ৫ টি দলের ১০ জনকে শিক্ষা সফরের জন্য নির্বাচন করা হবে।

সফরকারী শিক্ষার্থীরা হুয়াওয়ের সংস্কৃতি, কাজের ধরন, পরিবেশ, কৌশল ও গুরুত্ব বুঝতে সক্ষম হবে। এছাড়া হুয়াওয়ের স্টেট অব দি আর্ট গবেষণা, উন্নয়ন সেন্টার, কারখানা ভিজিট ও প্রকৌশলীদের সাথে আইসিটি ও সল্যুশন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে।

হুয়াওয়ে প্রযুক্তি বিষয়ে প্রতিভা বিকাশ, জ্ঞান আদান প্রদান, টেলিকম খাতের আগ্রহ বাড়ানো, দেশ ও অঞ্চলকে ডিজিটাল কমিউনিটি তৈরিতে উদ্ধুদ্ধ করতে ২০০৮ সাল থেকে এ প্রোগ্রাম করে আসছে।

বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশে এ প্রোগ্রাম করে আসছে হুয়াওয়ে। এ প্রোগ্রামের আওতায় বিশ্বের ১৫০টি দেশের ১৫ হাজার শিক্ষার্থী মেধা বিকাশে সুযোগ পেয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক সফরে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হুয়াওয়ের প্রতি অনুরোধ ও এ ধরণের প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, হুয়াওয়ে বাংলাদেশে মেধাবীদের মেধা বিকাশে কাজ করছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলতে পারে।

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু, হুয়াওয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার পিএসডি ডিরেক্টর ডেভিড লিউ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
আরইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।