ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফিফোটেক ও আইসিটি এশিয়া’র মধ্যে চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ফিফোটেক ও আইসিটি এশিয়া’র মধ্যে চুক্তি

দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ফিফোটেক এবং মালেশিয়ান প্রতিষ্ঠান আইসিটি এশিয়া’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সাইবার সিকিউরিটি, ডাটা সিকিউরিটি, ডাটা প্রটেকেশন, ট্রেনিং এবং বিপিও বিষয়ক কার্যক্রমের জন্য সম্প্রতি ফিফোটেক’র ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন এবং আইসিটি এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ভিগনেশ ওয়ারান চুক্তিপত্রে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার ৠান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি আহমাদুল হক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জাব্বার, বাক্য’র সহ-সভাপতি ওয়াহিদ শরীফ, যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, কোষাধক্ষ্য তানভীর ইব্রাহিম, পরিচালক মো: তানজিরুল বাসার প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত বিপিও সামিট ২০১৬ তে আইসিটি এশিয়ার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।