ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন অ্যাপ ডাউনলোডে অনীহায় আপনি একা নন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
নতুন অ্যাপ ডাউনলোডে অনীহায় আপনি একা নন!

ঢাকা: সম্প্রতি নতুন কোনো অ্যাপ ডাউনলোড করেছেন কী? উত্তর যদি না হয় তাইলে এ তালিকায় আপনিই একা নন। বিশ্বের শতকরা ৪৯ শতাংশ মানুষই আপনার দলে।

এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শতকরা ৪৯ শতাংশ মানুষ নির্দিষ্ট একটি সময়ে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করেন নি।

এদিকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন ব্যবহারকারীরা ডিজিটাল মিডিয়ায় সময় ব্যয় বাড়ালেও কিছু কিছু শীর্ষস্থানীয় ও জনপ্রিয় অ্যাপে তারা এ সময় ব্যয়ের বিষয়টি নির্ধারিত সময়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। যার মধ্যে রয়েছে ফেসবুক, ফেসবুক ম্যাসেঞ্জার, ইউটিউব ইত্যাদি।

কমস্কোর’র ওই গবেষণায় দেখা যায়, শীর্ষ ২৫ অ্যাপের মধ্যে ৭টিই টেক জায়ান্ট ফেসবুক ও গুগলের মালিকানাধীন। যা বাজারে আসা নতুন নতুন অ্যাপের জন্য হুমকির।

আর ৪৯ শতাংশ ছাড়া বাকি যে ৫১ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন তারা হয়তো একটি, বড়জোর দু’টি নতুন ‍অ্যাপ ডাউনলোড করেছেন।

নতুন ‍অ্যাপ ডাউনলোডের বিষয়ে মানুষের অনাগ্রহের বিষয়টি এবারই প্রথম নয়। দুই বছর আগেও কমস্কোর একই গবেষণা চালায়। সে সময় নতুন অ্যাপ ডাউনলোডে অনাগ্রহের হার ছিল ৭০ শতাংশ। তবে বর্তমান চিত্র আগের চেয়ে উন্নতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।