ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা’ নিয়ে ২৬ সেপ্টেম্বর সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
‘পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা’ নিয়ে ২৬ সেপ্টেম্বর সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর ‘সিকিউর ইউর পেমেন্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করছে সিটিও ফোরাম বাংলাদেশ, বিআইবিএম (বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট)।

ভিসার সহযোগিতায় আয়োজিত এই সেমিনারের বিস্তারিত জানাতে শনিবার (২৪ সেপ্টেম্বর) সিটিও ফোরামের পান্থপথ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


ফোরামের সভাপতি তপন কান্তি সরকার সংবাদ সম্মেলনে সিটিও ফোরামের কার্যক্রম ও সেমিনার সম্পর্কে আলোকপাত করেন।
তিনি বলেন, সিটিও ফোরাম এখন পর্যন্ত প্রযুক্তিগত অনেকগুলো সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। যেখানে দেশি প্রযুক্তিবিদদের সাথে আর্ন্তজাতিক প্রযুক্তি বিশেষজ্ঞদের তথ্য ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

আমরা বিআইবিএম এর সাথে আগেও কয়েকটি সেমিনার করেছি। তবে এবার ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংকার্স ও একাডেমিসিয়ানদের জন্য মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য দুই দিনের আর্ন্তজাতিক সম্মেলনের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর এই সেমিনারের আয়োজন করা হচ্ছে।

এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৫৬টি ব্যাংক ও ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান আছে। বিগত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস, বিএফটিএন, ইএফটি, ন্যাশনাল পেমেন্ট সুইচ সহ অনেকগুলো প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে, যার মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে টাকা লেনদেন হচ্ছে।

তিনি আরো বলেন, দেশে আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) চালু হয়েছে ২০১৫ সালের ২৯ অক্টোবর, যার মাধ্যমে এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে সাথে সাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে যা আগে ২-৩ দিন সময় লাগত।

বর্তমানে বিভিন্ন ব্যাংকের প্রায় ৯০০০ শাখার মধ্যে প্রায় ৫৫০০ শাখা এই সিস্টেমের মধ্যে এসে গেছে। বর্তমানে প্রায় ৭২০০ এটিএম বুথ আছে যার মাধ্যমে দৈনিক প্রায় ৪,০০,০০০ বারের ও বেশী লেনদেন হয় যা টাকার অংকে প্রায় ২৮০ কোটি টাকাও বেশী। বর্তমানে পিওএস মেশিন আছে প্রায় ৩২,০০০ যার মধ্যে প্রায় ১৬,০০০ ন্যাশনাল পেমেন্ট সুইসের সাথে যুক্ত।

কিন্তু নিরাপত্তা হলো ইলেক্ট্রনিক লেনদেনের প্রধান বাধা। যেজন্য আমাদেরকে অবশ্যই পিসিআই-ডিএসএস ও ইএমভির মত প্রযুক্তির ব্যবহার বাধ্যতামুলক করতে হবে। ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বৃদ্ধি পাচ্ছে ঠিক, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ততটা সন্তোষজনক নয়।

তিনি জানান যে, কোন কোন পদ্ধতি অবলম্বন করে গ্রাহকের টাকা ও তথ্য সুরক্ষিত রাখা যায়, সেই বিষয়ে আলোকপাত করতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।   ব্যাংকের তথ্যপ্রযুক্তি ও কার্ড ডিভিশনের প্রধানরা সহ তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা এতে উপস্থিত থাকবেন বলে আশা করছি।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ভিসা ইন্ডিয়া ও সাউথ এশিয়ার চিফ রিস্ক অফিসার শিবকুমার শ্রীরামন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিআইবিএম এর ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমেদ চৌধুরী।

সেমিনারের দ্বিতীয় ভাগে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে প্যানেল আলোচক থাকবেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার দেবদুলাল রায়, স্ট্যান্ডার্ড চ্যাটার্ট ব্যাংকের তথ্যপ্রযুক্তি প্রধান মোঃ মুনিতুর রহমান, কর্মাশিয়াল ব্যাংক অব সিলন পিএলসির তথ্যপ্রযুক্তি প্রধান ড. ইজাজুল হক ও ডাটা এজ লিমিটেডের চেয়ারম্যান নুর এ আলম।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআইবিএম এর ডিরেক্টর (রিসার্চ, ডেভেলপমেন্ট ও কনসালটেন্সি) প্রফেসর প্রশান্ত কুমার ব্যানার্জি, সহযোগি অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান আলম, সিটিও ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. ইজাজুল হক, কোষাধক্ষ্য মোঃ মইনুল ইসলাম ও কার্যকরী কমিটির সদস্য মোঃ মহিউদ্দিন দেওয়ান সহ আমন্ত্রিতরা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এমআইটি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।