ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে সার্চ ইঞ্জিন জোভাগো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
এশিয়ান ট্যুরিজম ফেয়ারে সার্চ ইঞ্জিন জোভাগো

অগ্রসরমান প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে পর্যটন খাত পেয়েছে ডিজিটাল ছোঁয়া। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পর্যটন খাতকে আরও বেশি এগিয়ে নেয়া সম্ভব।

ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার বাংলাদেশে (আইসিসিবি) তিন দিনব্যাপী পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে ‘পর্যটন খাতে ডিজিটাল ইনোভেশন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

সভায় অনলাইন ভিত্তিক সার্চ ইঞ্জিন জোভাগোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কায়েস আলী বলেন,  সর্বত্র প্রযুক্তির ছোঁয়া পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে গেছে কয়েক ধাপ। বিজ্ঞানের জয়যাত্রাকে পথচলার সঙ্গী করে ভ্রমণ আয়োজন এখন হাতের নাগালে আনতে কাজ করছে জোভাগো।

তিনি আরও বলেন, ক্রম-পরিবর্তনশীল চাহিদা এবং সময় আর সাধ্যের সমন্বয়ে জোভাগো একটি মাত্র প্ল্যাটফর্মে হাজির করেছে  প্রায় ৬৪টি জেলার ৯০০টি এবং বিশ্বব্যাপী ২০০,০০০ এরও বেশি হোটেলের প্রকৃত বিশ্বাসযোগ্য তথ্যসমূহ। জোভাগোতে ব্যবহারকারীরা সকল হোটেলের মূল্য, মান যাচাই বাছাই করে বাজেট অনুযায়ী বুকিং দিয়ে দিতে পারবেন। ভ্রমণ আরও সহজ করতে জোভাগোতে রয়েছে কল সেন্টারের সুবিধা।

পর্যটন মেলার উদ্বোধন করেন সাবেক বিমান পরিবহন ও পর্যটন-মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান অপরূপ চৌধুরী পিএইচডি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ ট্যুর অপারেটস এসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব) প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদ এবং জোভাগোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কায়েস আলী এসময়ে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পর্যটন বর্ষ ২০১৬ উৎসবকে সামনে রেখে ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এ মেলার সহযোগিতায় ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি), প্রিমিয়াম পার্টনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।
প্রতিযোগিতার আয়োজনও ছিল ফেয়ারে।

সমাপনী অনুষ্ঠানে  জোভাগোর ব্যবস্থাপনা পরিচালক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বীচ রিসোর্টে এক রাত অবকাশ যাপনের কুপন তুলে দেন।
উল্লেখ্য, আফ্রিকার শীর্ষস্থানীয় অনলাইন ভিত্তিক সার্চ ইঞ্জিন জোভাগোতে (www.jovago.net) রয়েছে আফ্রিকার ২৫,০০০ এবং এশিয়ার ৮০,০০০ এরও অধিক হোটেল বুকিং সেবা। রকেট ইন্টারনেটের মাধ্যমে গত বছর বাংলাদেশে এর কার্যক্রম চালু হয় ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।