ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিনামূল্যে বিদ্যুৎচালিত গাড়িতে চড়ার সুযোগ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
বিনামূল্যে বিদ্যুৎচালিত গাড়িতে চড়ার সুযোগ!

ডেনমার্কের গাড়ি কোম্পানি স্প্রি উৎপাদন করেছে বিদ্যুৎচালিত নতুন গাড়ি প্রোটোটাইপ। নতুন উৎপাদিত গাড়িতে শিগগিরই বিনামূল্যে চড়ার সুযোগ দিতে যাচ্ছে কোম্পানিটি।



আগামী বছরের শুরুর দিকে একটি পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে এ সুযোগ দেবে কোপেনহেগেনভিত্তিক স্প্রি।

এজন্য কোম্পানির ওয়েবসাইটে খোলা অ্যাপ ব্যবহার করে আবেদন করতে হবে। তবে নিকটতম একটি দূরত্বে স্বপ্নযাত্রার সঙ্গী হতে সামান্য ফি নেবে কোম্পানি, যা পরিশোধ করতে হবে ক্রেডিট কার্ড দিয়ে।

স্প্রি’র দাবি, প্রোটোটাইপ নামের স্বয়ংক্রিয় নতুন গাড়িটি সুপার হিরোদের উইকেন্ডের রথের মতো দেখতে। তাদের গাড়িবহরের মধ্যে এটি চড়তে সবচেয়ে মনোরম, আরামদায়ক ও পরিবেশবান্ধব। সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিসীমার বিদ্যুৎ সাশ্রয়ী এ যানটির কার্বন ফাইবার বডি দুর্ঘটনা ঝুঁকিমুক্ত। মাত্র ৪০ মিনিটের মধ্যে এর ৩৬.৫ কিলোহার্টজ ব্যাটারি রিচার্জ করা যায়।

স্প্রি’র জনসংযোগ ও যোগাযোগ পরিচালক আউকা পওলিয়ান বলেন, আমরা গাড়িটি বাজারে আনার জমকালো অনুষ্ঠানের ক্ষণগণনা করছি। ভোক্তারা বুঝতে পারবেন এটি একটি অসামান্য শহুরে পরিবহন সেবা হতে যাচ্ছে, যখন গাড়িটিকে বাজারে আনা হবে।

‘এটির ব্যবহারও সস্তা। একজন যাত্রীর বাসভাড়ার সমপরিমাণ খরচ হবে’- বলেন তিনি।

১১ মাস সময় নিয়ে প্রোটোটাইপের ডিজাইন তৈরি করেন সাবেক প্রকৌশলী অ্যাস্টন মার্টিন ও তেসলা, যাকে ‘চাকার ওপর ল্যাব’ বলে বর্ণনা করেছেন পওলিয়ান।

তিনি বলেন, বর্তমান প্রাইভেটকারগুলো ভারি ভারি এবং ব্যয়বহুল। আমাদের নির্মাণশৈলীর কারণে প্রোটোটাইপ তেমন জটিল নয়, মাত্র ৭শ’ যন্ত্রাংশে তৈরি। এখন প্রাথমিক সংস্করণ অবমুক্ত হতে যাচ্ছে। এখনো শহরের রাস্তায় এর কার্যকারিতা দেখতে যাচাই-বাছাই ও পরীক্ষা চলছে। চূড়ান্ত সংস্করণ এলে এটি সার্বজনীন গ্রহণযোগ্য বাহন হবে। যেকোনো ব্যক্তিগত চালকের অর্থ সাশ্রয় এবং ভাড়ায় চালনার ক্ষেত্রে ভালো উপার্জনের উৎস হবে।
 
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এএসআর/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।