ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের সিইও হলেন পিটার-বি ফারবার্গ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, অক্টোবর ১৯, ২০১৬
গ্রামীণফোনের সিইও হলেন পিটার-বি ফারবার্গ

ঢাকা: গ্রামীণফোনের বোর্ড অফ ডিরেক্টর পিটার-বি ফারবার্গ কোম্পানির অন্তর্বতী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। ১ নভেম্বর থেকে তিনি ওই পদে আসীন হবেন।

একই সঙ্গে ফারবার্গ টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবেও কাজ করবেন।

বর্তমানে তিনি ব্যাংকক ভিত্তিক টেলিনর ডিজিটাল বিজনেস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। এর আগে ফারবার্গ তিন বছর টেলিনর মায়ানমার-এ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন।

১৯৯৮ সালে টেলিনরে যোগ দেওয়ার পর থেকে তিনি ডিট্যাক এর চিফ ফিনান্সিয়াল অফিসার ও চিফ মার্কেটিং অফিসার এবং টেলিনর গ্রুপের হেড অফ ফিনান্সিয়াল সার্ভিসসহ বিভিন্ন উচ্চ পদে কাজ করেন।

ফারবার্গ গ্রামীণফোনের বর্তমান সিইও রাজীব শেঠির স্থলাভিষিক্ত হবেন। শেঠি ২০১৪ এর নভেম্বর থেকে গ্রামীণফোনে কর্মরত ছিলেন এবং তিনি অন্যত্র কাজ করবেন। ফারবার্গ নরওয়েজিয়ান স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতি ও ব্যবসা প্রশাসনে ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন সনদপ্রাপ্ত ইউরোপিয়ান ফিনান্সিয়াল অ্যানালিস্ট (এএফএ/সিইএফএ)। গ্রামীণফোনের বোর্ড অফ ডিরেক্টরস এখন সিইও পদে স্থায়ী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর) মো. হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৫৫ মিলিয়নেরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরুর পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন। এর মাধ্যমে দেশের ৯৯ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘চলো বহুদূর’ এর আওতায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।