ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ওয়ার্ল্ডে দ্বিতীয় দিনে থাকছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
ডিজিটাল ওয়ার্ল্ডে দ্বিতীয় দিনে থাকছে

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ ভেন্যু থেকে: ঢাকায় শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড’। ‘নন স্টপ বাংলাদেশ’ স্লোগান নিয়ে চতুর্থবারের এই প্রদশর্নী এবার অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।

বুধবার (১৯ অক্টোবর) সকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীর উদ্বোধন করেন।

২১ অক্টোবর পর্যন্ত চলা তথ্যপ্রযুক্তির এই আসরে সরকারের ৪০টি মন্ত্রণালয় ও দপ্তরের পাশাপাশি বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।

প্রদর্শনীতে নতুন উদ্যোগ বা স্টার্টআপের জন্য রয়েছে ৩৮টি সহ মোট ২৬৩টি স্টল।

সফটওয়্যার শোকেসিং জোন, ই-গভর্নেন্স এক্সপোজিশন জোন, মোবাইল ইনোভেশন জোন, ই-কমার্স এক্সপো জোন, স্টার্টআপ জোন রয়েছে এখানে।

গেইমারদের জন্য গিগাবাইটের পক্ষ থেকে রয়েছে গেমিং জোন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও গেমপ্রেমীরা এই জোনে সকাল সাড়ে ১০টার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

প্রথম দিনের প্রতিযোগিতায় প্রায় ৫০০ জন প্রতিযোগি অংশগ্রহন করেছে বলে জানিয়েছেন গিগাবাইট এর অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মোঃ ফারাবি। দ্বিতীয় দিনে প্রতিযোগির সংখ্যা ১০০০ জন ছাড়াবে বলে প্রত্যাশা করছেন তিনি ।

পুরো মেলা জুড়ে চলবে প্রতিযোগিতা, যার মধ্য থেকে  সবচেয়ে বেশী পয়েন্ট অর্জনকারী ২ জনকে বিজয়ী করা হবে।

প্রোগ্রামারদের জন্য জিডিজি বাংলার ব্যস্থাপনায় রয়েছে প্রোগ্রামিং কন্টেস্ট। কিছু কারণবশত প্রথম দিন কনটেস্ট শুরু না হলেও দ্বিতীয় দিন প্রোগ্রামিং কন্টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।      

এদিন থাকছে বেশ কিছু সেমিনার।

সকাল সাড়ে ১০টায়  প্রদর্শনী প্রাঙ্গণের ১  নাম্বার হল গুলনকশায় ‘ভেঞ্চার ক্যাপিটাল ফর স্টার্টআপ’
শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। একই সময়ে ৫ নাম্বার সেমিনার হলে ‘Living No One Behind’ শীর্ষক এবং  সরকারি সেবায় ডিজিটাইলেজশন’ শীর্ষক  দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। তিনটি সেমিনারই শেষ হবে ১২:৩০ মিনিটে।

এরপর দুপুর আড়াইটায় ৫ নাম্বার সেমিনার হলের নিচ তলায় রয়েছে ‘ডিজিটাল বাংলাদেশের আলোকে স্মার্ট ঢাকা’ এবং প্রথম তলায় স্টার্টআপদের জন্য থাকছে ‘স্মার্ট ইকোসিস্টেম’ নামক আরো একটি সেমিনার।  

আইসিটিতে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য দুপুর ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত থাকছে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ সেমিনার। এটি এক  নাম্বার হল গুলনকশায়  অনুষ্ঠিত হবে।

বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলবে আরো দুটি সেমিনার। ‘Inclusive Finance through Technologies’ নামক সেমিনারটি সেমিনার হল ১ এর নিচতলায় এবং   ‘Industry-Academy Dialouge for Digital Growth’ নামক সেমিনারটি অনুষ্ঠিত হবে ২ নাম্বার হলের প্রথম তলায়।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সন্ধ্যায় ফ্রী কনসার্ট থাকছে।   এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী রেশমি, চিশতী বাউল এবং বালাম সহ অনেকে।    
 
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই আয়োজনের সহযোগি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো ফি ছাড়াই প্রবেশ করা যাবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এমআইটি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।