ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বায়োমেট্রিকের পর অবৈধ ভিওআইপি কমে ১০ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
বায়োমেট্রিকের পর অবৈধ ভিওআইপি কমে ১০ শতাংশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর মোবাইল ভিত্তিক অপরাধ ব্যাপকভাবে কমে এসেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

ঢাকা: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর মোবাইল ভিত্তিক অপরাধ ব্যাপকভাবে কমে এসেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তারানা হালিম বলেন, আগে অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) ছিলো ৩৫ শতাংশ, বায়োমেট্রিকের পর তা কমে হয়েছে ১০ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমআইএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।