ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬ বিলিয়ন ডলারের নিজ শেয়ার কিনবে ফেসবুক

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
৬ বিলিয়ন ডলারের নিজ শেয়ার কিনবে ফেসবুক

নিজ প্রতিষ্ঠানের বিক্রিত ৬ বিলিয়ন ডলারের ‘এ ক্লাস’ শেয়ার কিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
 

নিজ প্রতিষ্ঠানের বিক্রিত ৬ বিলিয়ন ডলারের ‘এ ক্লাস’ শেয়ার কিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

আগামী বছরের শুরুতে কার্যক্রমটি শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সুত্র মতে, ১৮ নভেম্বর বিকেল পর্যন্ত ফেসবুক শেয়ারের মুল্য ১.১ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ারের মূল্য দাড়িয়েছিল ১১৮.২৪ ডলার। সেই হিসেবে ওই সময় পর্যন্ত বাজারে প্রতিষ্ঠানটির আর্থিক মূল্য ছিল ৩৩৭ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা মনে করছেন, ফেসবুকের নিজের শেয়ার বাড়ানোর পরিকল্পনার পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা জানা না গেলেও বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে কর্তৃত্বকে আরও শক্তিশালী করতে চাই।

এদিকে ফেসবুক থেকে পদত্যাগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটির প্রধান হিসাব রক্ষক অফিসার জ্যাস এথয়াল। আসছে বছরের ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে কার্যকর হবে তার পদত্যাগের সিদ্ধান্তটি।

ফেসবুকে যুক্ত হওয়ার আগে জ্যাস আরেক জায়ান্ট প্রতিষ্ঠান ইয়াহুর রাজস্ব বিষয়ক পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

জ্যাসের পদত্যাগের সিদ্ধান্তে আর্থিক বিষয়টি দেখভালের গুরুত্বপূর্ণ এমন পদ শূণ্য হতে যাওয়াতে, নতুন মুখ নিয়ে আসার জন্য অনুসন্ধান কার্যক্রম শুরু করারও পরিকল্পনা করেছে ফেসবুক।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।