ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাশিয়ায় বন্ধ লিংকডইন, উদ্বেগ যুক্তরাষ্ট্রের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
রাশিয়ায় বন্ধ লিংকডইন, উদ্বেগ যুক্তরাষ্ট্রের

নির্বাচনে পুতিনের বন্ধু বলে খ্যাত ট্রাম্প বিজয়ী হলেও শত্রুতার বুঝি পরিসমাপ্তি ঘটেনি দেশ দুইটির মধ্যে। কারণ রাশিয়ায় বন্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মাইক্রোসফট মালিকানাধীন প্রতিষ্ঠান লিংকডইনের ওয়েবসাইট।

নির্বাচনে পুতিনের বন্ধু বলে খ্যাত ট্রাম্প বিজয়ী হলেও শত্রুতার বুঝি পরিসমাপ্তি ঘটেনি দেশ দুইটির মধ্যে। কারণ রাশিয়ায় বন্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মাইক্রোসফট মালিকানাধীন প্রতিষ্ঠান লিংকডইনের ওয়েবসাইট।

লিংকডইন মূলত পেশাদারী জীবন বৃত্তান্ত এবং পেশাদার লোকদের সামাজিক যোগাযোগ মাধ্যম।

রাশিয়ার নতুন নিয়মানুযায়ী ওয়েব ভিত্তিক সকল প্রতিষ্ঠানকে এই দেশে ব্যবসা করতে হলে সেই সব প্রতিষ্ঠানকে অবশ্যই রাশিয়ার সার্ভার ব্যবহার করতে হবে। কিন্তু মাইক্রোসফট মালিকানাধীন লিংকডইন যুক্তরাষ্ট্র ভিত্তিক সার্ভার ব্যবহার করে রাশিয়ায় তাদের কার্যক্রম চালাচ্ছিল।

ফলশ্রুতিতে রাশিয়াতে বন্ধ করে দেয়া হল প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সাইটটি।

বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মারিয়া ওলশন বলেন, রাশিয়া কর্তৃপক্ষের উচিত যত দ্রুত সম্ভব তাদের দেশে লিংকডইন খুলে দেয়া। এই ধরনের নিষেধাজ্ঞা প্রতিযোগিতার বাজারের রাশিয়ার লোকদেরকেই ক্ষতিগ্রস্থ করবে। গোটা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট উদ্বিগ্ন বলেও জানান তিনি।

এদিকে লিংকডইন বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের পর রাশিয়ার কমিউনিকেশন মন্ত্রী নিকোলাই নিকিফ্রোব বলেছেন, দুইটি আদালত থেকে একই সিদ্ধান্ত আসার পর আমরা লিংকডইন বন্ধ করতে বাধ্য হয়েছি।

তবে নিয়মতান্ত্রিক সমস্যার সমাধান করে এই সমস্যা থেকে উৎরানোর সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির। গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব বলেও জানান মন্ত্রী।

অন্যদিকে রাশিয়ার এমন সিদ্ধান্তে সমালোচকরা মনে করছেন, ইন্টারনেটের উপর আরও বেশী নিয়ন্ত্রণ আরোপের জন্যই এ পথে হাঁটছে রাশিয়া।

রাশিয়াতে বর্তমানে লিংকডইনের ৬০ লাখ গ্রাহক রয়েছে। এদিকে রাশিয়ার শর্ত না মানলে ফেসবুক এবং টুইটারের ভাগ্যেও একই খড়গ নেমে আসতে পারে বলে ধারণা করছেন রাশিয়ার তথ্যপ্রযুক্তির বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।