ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বিআরডিবি মোবাইল ইনডেক্স’ অ্যাপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
‘বিআরডিবি মোবাইল ইনডেক্স’ অ্যাপ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদর দপ্তর কর্তৃক প্রেরিত উপজেলা, জেলা ও সদর কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর অফিসিয়াল মোবাইল নম্বর নিয়ে ‘BRDB Mobile Index’ নামে অ্যান্ড্রয়েড অ্যাপ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদর দপ্তর কর্তৃক প্রেরিত উপজেলা, জেলা ও সদর কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর অফিসিয়াল মোবাইল নম্বর নিয়ে ‘BRDB Mobile Index’ নামে অ্যান্ড্রয়েড অ্যাপ উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরা বিআরডিবি উপ-পরিচালক মোঃ নাসির উদ্দীন অ্যাপটি উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ইউসিসিএ লিঃ এর সভাপতি আব্দুল্যাহ আল ফারুখ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম.এ সোহেল সহ সংশ্লিষ্ট অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্যামনগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের পরিকল্পনায় মোবাইল অ্যাপটি তৈরি করেছে কোডেক্স সফটওয়্যার সলিউশন লিমিটেড।

গুগল প্লে-স্টোরে “BRDB Mobile Index” লিখে সার্চ দিলেই পাওয়া যাবে অ্যাপটি।

এছাড়া https://goo.gl/N9AuG6 লিংক এবং (http://uccbrdbshyamnagar.gov.bd) পোর্টালেও পাওয়া যাবে।

সুত্র মতে, এই অ্যাপের মাধ্যমে সেবা প্রত্যাশী যে কেউ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে কল বা এসএমএস পাঠাতে পারবেন।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শ্যামনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএলি:) এর অর্থায়নে একইসাথে বিআরডিবি শ্যামনগর, সাতক্ষীরা এর নিজস্ব ওয়েবসাইটও  (http://uccbrdbshyamnagar.gov.bd) উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।