ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাংবাদিক রাহিতুলের ওপর হামলায় বিআইজেএফ'র নিন্দা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
সাংবাদিক রাহিতুলের ওপর হামলায় বিআইজেএফ'র নিন্দা

ঢাকা: মাসিক কম্পিউটার জগতের বিশেষ প্রতিবেদক রাহিতুল ইসলাম রুয়েলের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

সোমবার (৩১ জুলাই) এক বিবৃতিতে তারা এই নিন্দা জানায়। বিআইজেএফ'র সাধারণ সম্পাদক মু. ওয়াশিকুর রহমান শাহিন স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় তার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

জানা যায়, গত ২৬ জুলায় সকাল ১০টায় ঢাকায় এফডিসির সামনের রাস্তায় হেলমেট পরা একজন মোটরবাইক আরোহী তার পেটে ছুরি মারে। পেট বাঁচাতে হাত এগিয়ে দিলে হাতে গুরুতর আহত হন তিনি। অল্পের জন্য গুরুতর দুর্ঘটনার হাত হতে রক্ষা পেয়েছেন সাংবাদিক রাহিতুল। ধারণা করা হচ্ছে, ঘটনাটি হতে পারে একটি বিচ্ছিন্ন কিংবা পরিকল্পিত কোনো ঘটনা। এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।  

রাহিতুল বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সদস্য এবং এবারে সংগঠনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।