ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় শুরু হলো সার্ক টেক সামিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
ঢাকায় শুরু হলো সার্ক টেক সামিট ঢাকায় শুরু হলো সার্ক টেক সামিট

ঢাকা: ঢাকায় শুরু হলো দু’দিনব্যাপী ইনফোকম-সিটিও ফোরাম সার্ক টেক সামিট ২০১৭। শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সামিটের উদ্বোধন করেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তারানা হালিম তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ গঠনন প্রযুক্তির বিকাশ ও মানুষের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দিতে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

দু’দিনের এ সামিটে তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়ে কয়েকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ডাক, তার ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার, সাইফি টেকনোলজি লি. এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিইও নিহার চক্রবর্তী, সার্ক চেম্বার অব কমার্সের কাউন্সিল ফর কমিউনিকেশন অ্যান্ড আইটি'র চেয়ারম্যান সাফকাত হায়দার, সিটিও ফোরাম বাংলাদেশ বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, এবিপি প্রাইভেট লিমিটেড উপদেষ্টা কে কে মহাপাত্র প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।