শুক্রবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভেতরে ও ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে দু’টি স্থানে বড় পর্দায় তা পর্যবেক্ষণ করা হবে।
বৃহস্পতিবার (১০ মে) দিবাগত রাত ৩টা ৪৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু রকেটের যাত্রা বিঘ্নিত হওয়ায় এখন একদিন পিছিয়ে শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১১, ২০১৮
এসকেবি/আরবি/