সোমবার (১ অক্টোবর) বেলা ১১টায় রমনায় বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে এমএনপি সেবা চালুর ঘোষণা দেন সংস্থার চেয়ারম্যান জহুরুল হক।
তিনি বলেন, ১ অক্টোবর মধ্যরাত থেকে চালুর পর এরই মধ্যে ১৭ জন গ্রাহক সেবা গ্রহণ করেছেন।
সংবাদ সম্মেলনে এমএনপি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাবরুর হোসেন ছাড়াও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহককে এই সেবা পেতে হলে কাঙ্ক্ষিত অপারেটরের সেবা কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট ফি প্রদান ও পুরনো সিম বদল করে নতুন সিম নিতে হবে। আগে ৩০ টাকা ফি নির্ধারণ করা হলে ফি বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে।
আগের নির্দেশনা অনুযায়ী সেবা পেতে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে সেবা চালু হলে পরবর্তী ৯০ দিন তিনি অপারেটর পরিবর্তন করতে পারবেন না।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এমআইএইচ/এএ