ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পিকাবু ও ইরনাতে মিলছে হুয়াওয়ে ওয়াচ ফিট

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
পিকাবু ও ইরনাতে মিলছে হুয়াওয়ে ওয়াচ ফিট .

ঢাকা: ফিটনেস ফিচার সম্বলিত হুয়াওয়ে ওয়াচ ফিট ডিভাইসটি তরুণদের মধ্যে সারা ফেলেছে। হুয়াওয়ের পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের অনুমোদিত বিক্রয় কেন্দ্রে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।

পাশাপাশি পিকাবু ডটকম ও প্রযুক্তিপণ্যের রিটেইল শপ ইরনাতে মিলছে এ ওয়াচ ফিট।  

সম্প্রতি দেশের বাজারে বিক্রি শুরু হওয়া ডিভাইসটি ব্ল্যাক ও অরেঞ্জ এ দু’টি কালার পাওয়া যাচ্ছে। যার দাম ৯ হাজার ৯৯৯ টাকা।  

স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ডিভাইসটিতে অসাধারণ সব ফিচার রয়েছে। যা ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে। গ্রাহকদের জন্য হুয়াওয়ে সবসময় চেষ্টা করে উদ্ভাবনী গুণগতমান সম্পন্ন পণ্য হাতে তুলে দিতে। ’

ওয়াচ ফিটের ইন্টেলিজেন্ট প্রযুক্তি ৪৪টি শারীরিক ভঙ্গি শনাক্ত করতে পারে। যার মাধ্যমে ১২টি আলাদা ওয়ার্কআউট কোর্স পূরণ করা সম্ভব। হুয়াওয়ের এ ফিটনেস ব্যান্ডে আছে ১.৬৪ ইঞ্চির রাউন্ডেড রেক্টাঙ্গুলার ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লেতে এইচডি রেজুলেশন পাওয়া যাবে। বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে জিপিএস, এক্সিলোরোমিটার, জাইরো। ব্যাকআপের জন্য এতে নন-রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। যা ১০ দিন পর্যন্ত ব্যাকআপ নিশ্চিত করে। ওয়াচটি ৫০ মিটার গভীর পানিতে সচল থাকবে। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ডিভাইসটির ওজন ৩৪ গ্রাম। এতে ৪ জিবি বিল্টইন মেমোরি দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।