ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে অফিসিয়াল ওয়েবসাইট চালু করলো স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে অফিসিয়াল ওয়েবসাইট চালু করলো স্যামসাং

ঢাকা: দেশের ক্রেতাদের সুবিধার্থে সম্প্রতি স্যামসাং অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে। ক্রেতারা এখন থেকে https://www.samsung.com/bd/ এ সাইটে গিয়ে স্যামসাংয়ের মোবাইল ডিভাইস (স্মার্টফোন ও ট্যাবলেট), ঘড়ি, টেলিভিশন, সাউন্ড ডিভাইস, হোম অ্যাপ্লায়েন্স (রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার পিউরিফায়ার), কম্পিউটিং ডিভাইস ও বিশ্বের এক নম্বর ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তৈরি অন্যান্য অত্যাধুনিক পণ্য দেখতে পারবেন।

পাশাপাশি এ সম্পর্কে সব তথ্য জানতে পারবেন।

বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে স্যামসাং দেশের বাজারে ক্রেতাদের আস্থা অর্জন করেছে এবং অন্যতম নির্ভরযোগ্য মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে। দেশের ক্রেতাদের অভ্যাস সম্পর্কে স্যামসাংয়ের মূল্যায়ন ব্র্যান্ডটিকে এর পণ্যে বৈচিত্র্যতা আনতে ও ক্রেতাদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম করেছে। ক্রেতাদের সংযুক্তি ও উন্নত অভিজ্ঞতা দিতে স্যামসাংয়ের ধারাবাহিক প্রচেষ্টার সাক্ষ্য রেখে দেশের ক্রেতাদের জন্য নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেছে স্যামসাং।  

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, দেশের ক্রেতারা যাতে স্যামসাংয়ের পণ্য ও সেবা সম্পর্কিত সব তথ্য জানতে পারেন, কীভাবে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন এজন্যই এ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে, আমাদের ক্রেতারা এখন স্যামসাংয়ের সব পণ্য সম্পর্কে জানতে ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে এ ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।

ক্রেতাদের সব স্যামসাং মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য সম্পর্কে সর্বশেষ তথ্য দিতে ওয়েবসাইটটি নিয়মিত আপডেট করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।