ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে সিম্ফনির নতুন স্মার্টফোন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
বাজারে সিম্ফনির নতুন স্মার্টফোন

ঢাকা: বাংলাদেশের ‘নাম্বার ওয়ান’ হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো ‘সিম্ফনি আই৮০’ নামে নতুন একটি গেমিং স্মার্টফোন। ব্লু এবং গ্রিন এই দুই কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফারে।

ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রোয়েড ১১ এর গো এডিশন। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.০৯ ইঞ্চ ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস (৭২০*১৫৬০)।

২.০ গিগাহার্জ এর পাওয়ারফুল ১২ ন্যানোমিটার প্রসেসর ও ইউনিসক এর টাইগার সিরিজের গেমিং চিপসেট টি৩১০ এর সাথে জিপিউ হিসেবে আছে পাওয়ার ভিআর জিই৮৩০০ এবং ডিডিআর ফোর ভার্সন র‍্যাম, যার ফলে মিড হাই ডিমান্ডিং গেম গুলো খেলা যাবে স্বাচ্ছন্দ্যে।

আই৮০ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা। ৮ মেগাপিক্সেল মেইন শ্যুটার যার অ্যাপারচার ২.০ এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মেইন শ্যুটারে ২.০ এ্যাপারচার থাকার কারণে ছবি হবে অনেক বেশি নিখুঁত এবং প্রাণবন্ত। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ডিসপ্লে ফ্ল্যাশ সমৃদ্ধ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার ২.০।

ক্যামেরা সেন্সর হিসেবে স্যামসাং সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরা ফিচারের উল্লেখযোগ্য ফিচারগুলো হলো, এআই, পোট্রেইট মোড, প্যানোরামা, স্লো-মো, ওয়াটার মার্ক, এ্যানহ্যান্স লো লাইট ফটো, স্লো মোশন, বার্স্ট, কিউ আর কোড, ফেইস বিউটি, টাইম ল্যাপস, ইন্টার্ভাল, এইচ ডি আর, ফ্ল্যাশ লাইট, অডিও নোট ইত্যাদি।

সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ২জিবি ডিডিআর ফোর র‍্যাম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ড এর মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। গেমিং বা মাল্টিটাস্কিং এর সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে কারন ৮.৯৫ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৩৪৫০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি, যা দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে দিন পার হয়ে যাবে।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আছে- গ্রাভিটি, লাইট এবং প্রক্সিমিটি সেন্সরের মতো গুরুত্বপূর্ণ ফিচার।  

‘সিম্ফনি আই৮০’-এর আরও কিছু উল্লেখযোগ্য ফিচার হলো- ডিজিটাল ওয়েলবিয়িং, স্মার্ট কন্ট্রোল, আই কম্ফোর্ট, ডু নট ডিস্টার্ব, ডার্ক থিম শিডিউলার এবং স্ক্রিন রেকোর্ডার।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।