ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

দেশি ব্র্যান্ডের ডেস্কটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, মার্চ ১, ২০১২
দেশি ব্র্যান্ডের ডেস্কটপ

দেশি ব্র্যান্ড খ্যাত সিএসএম পিসি সম্ভাবে যুক্ত হয়েছে আরও চারটি নতুন মডেলের ডেস্কটপ পিসি। এ ব্র্যান্ডগুলোর দেশি নাম দেওয়া হয়েছে পদক্ষেপ, জাগরণ, অভিযান, দুর্বার এবং নক্ষত্র।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এ পিসিগুলোর বৈশিষ্ট্যের মধ্যে ৫০০জিবি হার্ডডিস্ক, ২জিবি ডিডিআরথ্রি র‌্যাম এবং ইন্টেল প্রসেসর অন্যতম। এ মুহূর্তে সিএসএম ব্র্যান্ডের ন্যূনতম দাম ১৮ হাজার ৪০০ টাকা।

এ তালিকায় সাধারণ কমপিউটিংও আছে। অন্যদিকে উচ্চমানের গ্রাফিক্যাল কাজ ও অত্যাধুনিক এইচডি গেম খেলার জন্য ব্যবহারকারীরা ইন্টেল অ্যাটম থেকে শুরু করে ডুয়ালকোর এবং কোরআইথ্রি প্রসেসর সম্পন্ন এসব কমপিউটার থেকে বেছে নেওয়ার সুযোগ থাকছে।

পুরো তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ সিএসএম ব্র্যান্ডের পিসিগুলো বাজারজাত করছে কমপিউটার সোর্স। প্রমোশন অফার হিসেবে প্রতিটি পিসির সঙ্গে আছে ফ্রি স্কুল ব্যাগ, মাউস প্যাড এবং টিশার্ট। হ্যালো: ০১৭৩০ ৩৩৪১৫৯।

বাংলাদেশ সময় ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।