ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এলো ই-বুক পড়ার নতুন প্ল্যাটফর্ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এলো ই-বুক পড়ার নতুন প্ল্যাটফর্ম

ই-বুক হলো এমন একটি বই-যা প্রকাশনা করা হয় ডিজিটাল আকারে। এই মাধ্যমে সাধারণ বইয়ের মতোই লেখা, ছবি, চিত্রলেখ ইত্যাদি থাকে।

এগুলো কম্পিউটার বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসে পড়া যায়।  

তেমন সুবিধা নিয়ে অনলাইনে বই কেনা-বেচা ও পড়ার আদর্শ একটি মার্কেটপ্লেস ‘বইফেরী ডট কম’। সহজ ও ঝামেলামুক্ত সেবা দেওয়ায় খুব অল্পসময়েই দেশের অন্যতম পরিচিত অনলাইন বুকশপে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।  

যদিও কখনো কখনো বলা হয় ছাপানো বইয়ের ইলেক্ট্রনিক সংস্করণ, তবুও অনেক ই-বুক আছে যেগুলোর কোনো ছাপানো বই নেই। বাণিজ্যিকভাবে প্রস্তুত করা এবং বিক্রিত ই-বুক সাধারণত স্মার্ট ডিভাইসে পড়ার উপযোগী করে বানানো হয়। যদিও প্রদর্শন সক্ষম যেকোনো ডিভাইসেই এটি চালানো যায়, যেমন- কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি।

বইফেরীর ই-বুক এ রয়েছে ইলেকট্রনিক বুকমার্ক এর সুবিধা এবং ই-বুক এর পৃষ্ঠাগুলো টীকা করার সুযোগ। পাশাপাশি রয়েছে পাঠকের পছন্দমতো কালার পরিবর্তন করে পড়ার সুবিধা। ইচ্ছেমতো জুম করে পড়ারও সুযোগ রয়েছে।  

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে সর্বপ্রথম তারাই সাবস্ক্রিপশন করে সত্যিকারের ই-বুক পড়ার সুবিধা দিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুন ৩০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।