ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন না করায় ৬৫ আইএসপিকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন না করায় ৬৫ আইএসপিকে জরিমানা

ঢাকা: ইন্টারনেট সেবায় ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন না করায় ৬৫টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (আইএসপি) জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির ২৬৭তম কমিশন সভায় এসব আইএসপিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ১০ কার্য দিবসের মধ্যে জরিমানার অর্থ জমা না দিলে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জরিমানা করা আইএসপিগুলোর তালিকা বিটিআরসির (http://www.btrc.gov.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।