পাকিস্তান: পাকিস্তানের বন্যার্তদের জন্য আরও সাহায্যের আবেদন করেছেন আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। তারিখ বিহীন একটি অডিও টেপে তিনি এ আহবান জানান।
লাদেন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছে। পাকিস্তানে এর প্রভাব এতোই বেশি যে তা ভাষায় প্রকাশ করার মতো না। তিনি পাকিস্তানের মুসলমানদের জন্য আরও সহায়াতার আহবান জানান।
একটি ইসলাম পন্থি ওয়েসাইটে টেপটি প্রকাশিত হয়।
১১ মিনিট ব্যাপি ওই টেপে লাদেন পাকিস্তানের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও ত্রান সরবরাহের আহবান জানান।
টেপের ওপর লাদেনের ছবি এবং বিপর্যস্ত এলাকার লোকজনের ছবি রয়েছে। গত মার্চের পর জনসম্মুখে এটা লাদেনের প্রথম বক্তব্য।
বাংলাদেশ সময়: ১৭২০ঘণ্টা, অক্টোবর ০১,২০১০