ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পুলিশ সদস্যের গুলিতে দুই সহকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
ভারতে পুলিশ সদস্যের গুলিতে দুই সহকর্মী নিহত

পাটনা: ভারতীয় কেন্দ্রীয় পুলিশের এক সদস্য বিহারে তার দুই সহকর্মীকে শনিবার গুলি করে হত্যা করেছে।   এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।



বিহারের রোহতাস জেলা থেকে ১৫০ কিলোমিটার দূরে রামপুরচর গ্রামে একটি অস্থায়ী ঘাঁটিতে উত্তপ্ত কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত রাহুল রাজ সিং সহকর্মীদের ওপর গুলি চালান।

রোহতাস জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিকাশ বৈভব বলেন, হামলায় নিহতের একজন সহকারি কমান্ড্যান্ড, অন্যজন কনস্টেবল। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিহারের রোহতাস জেলা মাওবাদীদের শক্ত ঘাঁটি। আসন্ন নির্বাচনে সহিংসতা এড়াতে প্রশাসন অস্থায়ী ঘাঁটি স্থাপন করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।